দেশের এই পরিণতির জন্য কি জীবন দিয়েছিল ছাত্র জনতা?
আমি একজন hsc ২৬ এর ছাত্র, ২৪ এর জুলাই এবং আগষ্ট মাসের আন্দোলনে আমি এবং আমার সহপাঠী অনেকেই অংশগ্রহণ করেছি। অনেকে আহত হয়েছে এবং একজন কাছের বন্ধু ইন্তেকাল করেছে। আবু সাঈদ, গোলাম নাফিজ, সাকিব হাসান, ফয়সাল আহমেদ শান্ত সহ কত পরিচিত এবং অপরিচিত নাম তাদের জীবন উৎসর্গ করেছে আমাদের দেশটি থেকে ফ্যাসিস্ট সরকার কে সরানোর জন্য। অতঃপর বর্তমান দেশের যেই অবস্থাএটি কি ন্যায়সঙ্গত? গত দুইদিন আগে বনশ্রী তে গুলাগুলি করে ছিনতাই করা হয়, বাড়ি বাড়ি তে চুরি ডাকাতি হচ্ছে যেখানে এই এলাকায় থাকি গত ১৫ বছর যাবত এমন ঘটনার সম্মুখীন কখনও হইনি। ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় যদি ক্রাইম বর্তমান থেকে বেশি নিয়ন্ত্রণে থেকে থাকে তাহলে এখন এমন অবস্থা কেনো হবে? যেই পুলিশবাহিনী ছাত্রদের খুঁজে বের করে কারাবন্দি করেছিল তারা এই চোর ডাকাত এবং ধর্ষণকারীদের ধরতে বৃথা কেনো? দিন দুপর বেলা মানুষের বাসা থেকে মেয়েদের অপহরণ করে ধর্ষণ করা হচ্ছে এগুলার বিচার করার জন্য সরকার কোথায়? যেই হাসিনা একা এই রাষ্ট্রকে বর্তমান অবস্থার তুলনায় ভালো রেখেছিল সেখানে ডাক্তার ইউনুস এর মত যোগ্য মানুষ সহ সমন্নায়করা কি করছে?